এক শিফট সব প্রাথমিকে চালু হবে !

প্রাথ‌মিক শিক্ষা‌কে যুগপ‌যোগী, মানসম্মত করার আপ্রাণ চেষ্টা করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন।

বর্তমা‌নে প্রাথমিকের সময়সূ‌চি নি‌য়ে শিক্ষক‌দের ম‌ধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া কাজ কর‌ছে তারই ধারাবা‌হিকতায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন আকরাম আল হোসেন।অত্র সাইটের পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

তিনি লিখেছেন, ‘দেশের প্রত্যেকটি স্কুলে এক শিফট হবে। এক শিফট চালু করার জন্য প্রত্যেকটি স্কুলে ছয়জন শিক্ষক নিয়োগ এবং আটটি ক্লাসরুম তৈরির পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি আগামী তিন বছরের মধ্যে এটি কার্যকর হবে।’