বহিষ্কার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতিকে

বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,রেজিঃ নং- ১৮০৮A/৭৫ (৬২-৬৩) এর সভাপতি মো. আতিকুর রহমানকে। শুক্রবার (২০ নভেম্বর) সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ ও বদলীর নামে বিভিন্ন ব্যক্তি ও শিক্ষকের নিকট হতে অর্থ আদায়, সমিতির নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণ, বহিরাগতদের দ্বারা ভয়ভীতি প্রদর্শন, বিভিন্ন জেলা কমিটিতে ভাঙ্গন ও উপদল সৃষ্টিসহ সমিতির গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের কারণে সমিতির ২০১৭ সালের সংশোধিত গঠনতন্ত্রের ২৩(ক), ২৫(ক)(গ) অনুযায়ী সমিতির সভাপতি ও প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল পদ হতে বহিষ্কার করা হয়েছে। একই প্রেস বিজ্ঞপ্তিতে সমিতির নির্বাহী সভাপতি এস.এম. রেজাউল করিমকে সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য আতিকুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি  জানান, প্রেস বিজ্ঞপ্তিতে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।সভাপতির অনুমতি ছাড়া কোন জরুরি সভা আহ্বান করা গঠনতন্ত্র বিরোধী।