প্রাথমিক শিক্ষার্থীদের নিজ বিদ্যালয়ে মুল্যায়ন

আজ সোমবার (২৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এ পত্র দেশের সকল বিভাগীয় উপ পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে।

দেশের প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীকে স্ব স্ব প্রতিষ্ঠানেই মূল্যায়ন বিষয়ে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

পত্রে বলা হয়েছে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে। চলতি বছরের ১৬ মার্চ পর্যন্ত শ্রেণি পাঠ চালু ছিল। ছুটিকালীন সময়ে সংসদ বাংলাদেশ টেলিভিশন, রেডিও এবং শিক্ষকরা নিজ উদ্যোগে মোবাইল ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে পাঠদান চালু রেখেছেন। এ প্রক্রিয়ায় সকল কর্মকর্তা যুক্ত ছিলেন।

এ সকল পরিস্থিতি ও কার্য্যক্রম বিবেচনায় এনে শিক্ষকগণ নিজ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করবেন বলে চিঠিতে জানানো হয়েছে।