ডিজিটাল প্রশিক্ষণে অংশ নেবেন প্রাথমিক শিক্ষকরা

উপ-প্রকল্প পরিচালক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত সোমবারের (১৮ জানুয়ারি) অফিস আদেশটি মঙ্গলবার (১৯ জানুয়ারি) প্রকাশিত হয়।‘ স্বাস্থ্যবিধি মেনে সরাসরি প্রশিক্ষণের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ডিজিটাল স্মার্ট ক্লাসরুমে পাঠদান বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণে সরাসরি অংশ নেবেন ৫০৯ জন শিক্ষক।’

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে সকাল‘ ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।’

অফিস আদেশে বলা হয়,‘ ডিজিটাল প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতায় নির্বাচিত ৫০৯টি বিদ্যালয়ের ডিজিটাল স্মার্ট ক্লাসরুমে আধুনিক ডিজিটাইলাইজড পদ্ধতিতে পাঠদানের লক্ষ্যে সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন সাপেক্ষে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বাচিত প্রশিক্ষক ও শিক্ষকদের ৪২তম ব্যাচের রিফ্রেশার প্রশিক্ষণে সশরীরে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।’