আইবাস++এ তথ্য এন্ট্রিতে অর্থ লেনদেন না করতে ডিপিইর আদেশ জারি

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অতিরিক্ত সচিব সোহেল আহমেদ স্বাক্ষরিত এক আদেশ জারী করা হয়। আদেশে iBAS++এ তথ্য এন্ট্রিতে কোন প্রকার অর্থ লেনদেন না করতে ডিপিইর নির্দেশনা দিয়েছেন।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বেতন ভাতাদি ইলেকট্রোনিক ফাণ্ড ট্রান্সফার (EFT) এর মাধ্যমে দেবার জন্য শিক্ষকদের ব্যক্তিগত তথ্য সরকারের Integrated Budget and Accounting System (iBAS++) এ এন্ট্রির কাজ চলমান আছে। এ এন্ট্রির কাজে আর্থিক লেনদেন না করা ও অভিযোগ জানানোর জন্য ফোকাল পয়েন্ট নিয়োগ করে বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

আদেশে  বলা হয়েছে, এ এন্ট্রির কাজে দেশের কিছু কিছু উপজেলা/থানা শিক্ষা অফিস ও কতিপয় শিক্ষক নেতার সাধারণ শিক্ষকদের নিকট হতে অর্থ আদায়ের বিষয়ে শিক্ষকদের মনে বিরূপ ধারণা সৃষ্টি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

আদেশে আরও বলা হয়েছে, এ বিষয়ে কোন আর্থিক লেনদেন না করে অধিদপ্তরের ফোকাল পয়েন্ট এর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য বলা হলো।