প্রাইমারি MCQ পরীক্ষার প্রশ্নের পম্পূর্ন সমাধান-২০১৯

PRIMARY MCQ QUESTION FULL SOLUTION 2019

১. Deciduous trees are trees those- lose the leaves annually
২.‘সমাস’ শব্দের অর্থ কি — সংক্ষেপণ
৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় — ঋ,র
৪. ২০%
৫. ১৫০
৬.  1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন -এম আর আখতার মুকুল
৭. Which one of the following words is not plural- News
৮.  Ans: 660
৯.‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি — গৈ+ অক
১০. Ans : 24
১১.শুদ্ধ বানান কোনটি — মুমূর্ষু
১২. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি — প্রশ্নচিহ্ন
১৩. The meaning of the word obese is- Very fat
১৪.কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
১৫. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়- শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়
১৬. Pass away means- die
১৭. The synonyms of ‘ crime’ is-offense
১৮.চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য — বস্তুবাচক
১৯.যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে — জটিল বাক্য
২০.ধ্বনির পরিবর্তন কত প্রকার — ২ প্রকার 
২১. Ans: 18,19
২২. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি- বাইট
২৩.  Ans: 180
২৪. What is the noun of Accept- acceptance
২৫. English —across the word- Is spoken
২৬.‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি — গুরুত্বহীন লোক
২৭. Ans: a
২৮.কষ্টে লাভ হয় যা — দুর্লভ
২৯.  Ans: cheapest
৩০ . জন্মহীন মৃত্যুহীন — অজ
৩১. A little
৩২. ans: 14
৩৩. The faminie form of the word author is- authoress
৩৪. Ans: ২৪ মে সকাল ৬:০০ টা
৩৫.‘‘গাছপাথর’’ বাগধারাটির অর্থ কি –হিসাব নিকাশ
৩৬.‘ আগ্নেয়’’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি — অগ্নি+ষ্ণেয়
৩৭. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন- Nikolai Podgorny
৩৮. 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- বিচারপতি  এম এন হুদা
৩৯.1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে-২২৩
৪০. ans: 3
৪১. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি  অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে- 17
৪২.‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি — দিবস
৪৩. Singular form of data is – Datum
৪৪. Rajshahi is  —— sugar growing areas is Bangladesh- one of the largest
৪৫. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়-৩৫০
৪৬. ans: 
৪৭. Ans: He is known to me
৪৮. Ans: 1875
৪৯. Ans: 4
৫০. একুশে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে-UNESCO
৫১. BRICS  প্রতিষ্ঠিত ব্যাংকের নাম-New Development Bank
৫২. ans: 7
৫৩. দেশে বিদেশে’র
লেখক কে- সৈয়দ মুজতবা আলী
৫৪. Ans:1/2
৫৫. Ans: 500
৫৬.‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি — গো+ এষণা
৫৭. ans: 39
৫৮. ans: 30
৫৯.কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
৬০. ans:  A little
৬১. ans: 90
৬২. ans : exciting

৬৩. ans: আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই।
৬৪. The Spirit of Islam বইটির লেখক কে-সৈয়দ আমীর আলী
৬৫.1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন- জেনারেল রাও ফরমান আলী
৬৬. Ans: 4
৬৭.‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে — সরণি   
৬৮.মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন- ৯ বার
৬৯.কোনটি প্রাদি সমাসের উদাহরণ — প্রগতি
৭০. Ans: 11
৭১. Choose the word with correct spelling-receive
৭২. Ans: 15
৭৩. Ans: সূক্ষ্নকোণ
৭৪.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি-মেরু অঞ্চলে
৭৫.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- সম্রাট আকবর
৭৬. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে-আব্দুল গাফফার চৌধুরী
৭৭.শুদ্ধ বানান কোনটি — বিভীষিকা
৭৮.‘ সুনাম’ শব্দের ‘ সু’ কোন উপসর্গ — বাংলা
৭৯. Ans: insert
৮০. ans: 3