সরকারি প্রাথমিক বিদ্যালয়ের Teacher যেভাবে Passport করবেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যেভাবে Passport করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন প্রয়োজনেই (হজ্ব, ভ্রমণ, চিকিৎসা প্রভৃতি)পাসপোর্ট করতে হয়। তবে অনেকই পাসপোর্ট করবার সঠিক নিয়ম না জানার কারনে ভোগান্তির স্বীকার হতে হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঠিকভাবে পাসপোর্ট করবার নিয়ম নিম্নে উল্লেখ করা হলো।

০১. চার কপি এন. ও. সি (NOC) ফরম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (DPEO) বরাবর পূরণ করে তা উপজেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে। (NOC ফরম এখানে পাবেন)

০২. উপজেলা শিক্ষা অফিস তা ফরোয়ার্ডিং করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের (DPEO) নিকট পাঠাবেন।

০৩. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (DPEO) তা অনুমোদন করে DPEO-এর ওয়েব সাইটে দিবেন। এছাড়া,

(ক) ১ কপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন।

(খ) ১ কপি পাসপোর্ট অফিসে পিয়ন বুক সহ প্রেরণ করবেন।

(গ) ১ কপি সংশ্লিষ্ট আবেদনকারীকে দিবেন এবং

(ঘ) ১ কপি সংশ্লিষ্ট অফিসে সংরক্ষণ করবে।

(ঙ) ওয়েবসাইট চেক করে যখন দেখা যাবে যে, NOC ওয়েবসাইটে চলে এসেছে, তখন দুই কপি পাসপোর্ট ফরম যথাযথ ও নির্ভুলভাবে পূরণ করে, পাসপোর্ট অফিসের নির্ধারিত ব্যাংকে টাকা (৩৪৫০ টাকা) জমা দিয়ে তার রশিদ ও NOC'র হার্ড কপি পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। সেখানে প্রার্থীর ছবি ও আঙ্গুলের ছাপ প্রদানের ১০ থেকে ১৫ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবার সম্ভাবনা রয়েছে