ভুয়া পরিপত্র প্রাথমিকের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন সংক্রান্ত একটি পরিপত্র অনলাইনে ভাইরাল হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ওই পরিপত্রটি ভূয়া।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মেহেদী শাহনেওয়াজ জলিল জানান, ফেসবুকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন সংক্রান্ত যে পরিপত্রটি ঘুরছে এটি ভুয়া। এ সংক্রান্ত ২৬ জুনের স্পেসিফিকেশনের একটি পরিপত্র জারি করা হয়েছিল। যা ০১ জুলাই এর আরেকটি আদেশে স্থগিত করা হয়। এ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরো জানান, যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগপূর্বক বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দয়া করে ভুয়া এই পরিপত্রটি কেউ ছড়াবেন না। প্রাথমিক শিক্ষাকে কেন্দ্র করে কোন স্বার্থান্বেষী মহলের পাতা ফাঁদে পা দেবেন না।