ব্যতিক্রমী উদ্যোগ প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী ২০ জন শিক্ষার্থীকে হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় পুরস্কৃত করা হয়। 

এ ধরনের প্রতিযোগিতা দেশে এই প্রথম বলে দাবি করেন আয়োজকরা।

প্রতিযোগিতার উদ্যোক্তা ও আয়োজক উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুল ইসলাম জানান, হান্ডিয়াল ক্লাস্টারের ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ১৯০ জন শিক্ষার্থী মেধা অন্বেষণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মজিবুল হক সমাজী টুটুল।

ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক,উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কাজী আঃ খালেক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রাং, প্রধান শিক্ষক মোঃ আঃ রাজ্জাক,অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, অধ্যক্ষ আবু শাহিন প্রমুখ।

প্রতিযোগিতার আয়োজক সহকালী শিক্ষা অফিসার কামরুল ইসলাম জানান, এ ধরণের প্রতিযোগিতা দেশে এই প্রথম। এই প্রতিযোগিতা দেশব্যাপী করা দরকার। এটি একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।