গণশিক্ষা সচিব : প্রাথমিকের সহকারী শিক্ষকদের গ্রেড নিয়ে যা বললেন

যৌক্তিক ও মানসম্মত গ্রেড সেটাই দেয়া হবে বলে মন্তব্য করেছেন গণশিক্ষা সচিব গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন। মঙ্গলবার পঞ্চগড়ে শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সচিব বলেন, আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করছি। যা যৌক্তিক ও মানসম্মত গ্রেড সেটাই দেয়া হবে। তিনি আরো বলেন, আমরা চাই শিক্ষকরা শুধু ১১তম গ্রেড কেন, কোন শ্রেণিতেই যেন না থাকে। শিক্ষকরা থাকবেন সর্বোচ্চ গ্রেডে। আমরা চাই শিক্ষকরা ২য় শ্রেণি কেন, ১ম শ্রেণি পাক।

আকরাম আল হোসেন বলেন, ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী শতকরা ৬৫ ভাগ শিক্ষার্থী বাংলা পড়তে পারে না, যা দুঃখজনক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে ২০২০ খ্রিষ্টাব্দে মুজিবর্ষ ঘোষণা করা হয়েছে। মুজিব বর্ষে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাংলায় পঠন দক্ষতা শতভাগ উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে ইংরেজি বিষয়েও জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ক্লাস্টার গুলোকে বাংলা ও ইংরেজি না পাড়া শিক্ষার্থীদের তালিকা তৈরি করে পাঠানো নির্দেশনা দেয়া হয়েছে।

গণশিক্ষা সচিব আরও জানান, ক্লাস্টারগুলোকে বাংলা ও ইংরেজি ভালো পাড়ে এরকম, কম পাড়ে এরকম এবং একদম পাড়ে না এ রকম শিক্ষার্থীদের তিনটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ক্লাস্টারগুলো গণশিক্ষা মন্ত্রণালয়ে এসব তালিকা পাঠাবে। বাংলা ও ইংরেজিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মাকে শিক্ষক আর শিক্ষককে মায়ের ভূমিকা নিতে হবে। এ বিষয়টি মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের তুলে ধরতে কাজ শুরু করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। এ জন্য মাঠপর্যায়ে গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন করার চেষ্টা করছি। গত কয়েকদিন ময়মনসিংহ, পঞ্চগড় নেত্রকোনাসহ বিভিন্ন জায়গায় গিয়ে এ বার্তা তুলে ধরার চেষ্টা করছি।