উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফি নির্ধারণ প্রাথমিক শিক্ষার্থীদের
পরীক্ষার খাতা মূল্যায়নে কেউ কাঙ্ক্ষিত ফলাফল না পেলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে থাকে। সব পাবলিক পরীক্ষায় এ সুযোগ রয়েছে। সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার্থীর জন্যও ২০১৭ সালে এ পদ্ধতি চালু করা হয়।
চলতি বছরের পঞ্চম শ্রেণির সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে। এবারও ক্ষুদে পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়নে ১৮০ টাকা নির্ধারিত হয়েছে।
কোনো পরীক্ষার্থী তার পরীক্ষার খাতা মূল্যায়ন করতে চাইলে, টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে এ অর্থ পরিশোধ করে আবেদন করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১৭ নভেম্বর ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এরপর ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিকতা এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা নেয়া হবে।