মোবাইল ফোন দিয়েই চলবে টিভি রিমোটের কাজ

আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্বটাকে টেনে এনেছে হাতের মুঠোয়। বাহিরটাকে করেছে ঘর, ঘরকে বাহির। দূরত্বকে করেছে নিকট, আবার নিকটকে দূর। এই যেমন একটা সময় হাতে ঘুরিয়ে টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করতো হতো। এর পর বেড়ে গেল সুবিধা। বিছানায় শুয়ে কিংবা সোফায় হেলান দিয়ে রিমোট চাপলেই বদলানো যাচ্ছে চ্যানেল।

কিন্তু এই রিমোটের বাড়তি বোঝারই দরকার কি! তাইতো এবার স্মার্ট টেলিভিশনে মোবাইল ফোন দিয়েই রিমোট কন্ট্রোলের কাজ চলবে। যদিও এজন্য স্মার্ট টিভিতে ওয়ারলেস কানেক্টিভিটি থাকতে হবে।

এই সুবিধা পেতে স্মার্ট টিভি ও স্মার্ট ফোন দুটিতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক। এছাড়াও এ্যান্ড্রয়েড ৪.৪ সম্পন্ন হতে হবে স্মার্টফোনটিকে। খেয়াল রাখতে হবে স্মার্ট টিভিটি যেন এপিকে ফাইলকে সাপোর্ট করে।

স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে প্রথমে CetusPlay অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এর পর যা করতে হবে চলুন দেখে নেয়া যাক এক নজরে-

১. অ্যাপটি ইনস্টল করার পর ফোনে অ্যাপটিকে ওপেন করুন। কিছুক্ষণের মধ্যে টিভির ডিভাইসটি স্মার্টফোনে দেখাবে।

২. স্মার্টফোনে আসা সকল পার্মিসনগুলিকে গ্রহণ করুন এবং কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন।

৩. আপনার সামনে বেশ কিছু অপসন আসবে। আপনি সেখান থেকে রিমোট টাইপ অপসনটি বেছে নেবেন।

৪. এই অ্যাপটি টিভি রিমোট হিসেবে ছাড়াও অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন