৫০ শতাংশ প্রাথমিক শিক্ষককে বদলির সিদ্ধান্ত
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন সরকারি হওয়া শিক্ষকদের পুরনো বিদ্যালয়ে এবং পুরনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নতুন বিদ্যালয়ে বদলির ব্যবস্থা নিচ্ছে সরকার। নতুন সরকারি হওয়া শিক্ষকদের মধ্যে ৫০ শতাংশ শিক্ষককে বদলি করা হবে। দু-একদিনের মধ্যেই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, ‘দুর্বল শিক্ষকদের মানসম্মত করে গড়ে তুলতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন সরকারি হওয়া ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে একই উপজেলার কাছাকাছি বিদ্যালয়ে বদলি করতে হবে। কোনও শিক্ষক যাতে হয়রানির শিকার না হন, তা দেখতে হবে।
পরিপত্র জারির ১৫ দিনের মধ্যে বদলি করে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হবে।
ড. এ এফ এম মঞ্জুর কাদির আরও বলেন, ‘নতুন সরকারি হওয়া বিদ্যালয়ের কোনও শিক্ষক দুর্বল থাকলে এসব শিক্ষককে বদলি হওয়া শিক্ষকদের সহায়তায় তাদের মানোন্নয়ন করতে পারবেন। একইভাবে নতুন সরকারি হওয়া বিদ্যালয়ে আগের সরকারি হওয়া বিদ্যালয়ের শিক্ষকদের বদলি করে নেওয়া হলে নতুন সরকারি হওয়া দুর্বল শিক্ষকরা তাদের মানোন্নয়ন করতে পারবেন।তবে নতুন সরকারি হওয়া যেসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন, তাদের বদলি করা হবে না বলে জানান অতিরিক্ত সচিব।
মঞ্জুর কাদির বলেন, এই সিদ্ধান্তে আগের সরকারি শিক্ষক এবং নতুন সরকারি হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যে বিভাজন রয়েছে তা দূর হবে।’
প্রসঙ্গত, মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৯৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন তিন লাখ ৪৮ হাজার ৫৮৪ জন। নতুন সরকারি হওয়া ২৬ হাজার ১৫৯টি বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা এক লাখের বেশি।