প্রাথমিকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণে ব্যক্তি সংখ্যা ৩৫ হলো , বাড়ল সম্মানী
ইউআরসিতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণের জন্য ডিপিপির প্রশিক্ষণ ব্যয় বিভাজনসমূহের খাবার ভাতা সংশ্লিষ্ট সারিতে প্রশিক্ষনার্থীদের সাথে কোর্স কো-অর্ডিনেটর ১ জন প্রশিক্ষক ২ জন সহায়ক কর্মচারি ২ জনকে অন্তভুক্তকরণের নিমিত্তে উল্লেখিত ব্যক্তি সংখ্যা ৩০ স্থলে ৩৫ হিসাবে সংশোধন করার অনুমতি পাওয়া গেছে।
উক্ত অনুমিতর প্রেক্ষিতে বিষয়ভিত্তিক কোর (বাংলা, ইংরেজি. গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিষয় ভিত্তিক নন কোর শারীরিক শিক্ষা, সংগীত এবং চারুও কারু-কলা) প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগ থেকে প্রেরিতপত্রের সাথে সংযুক্ত ব্যয় বিভাজন সংশোধনপূর্বক প্রশিক্ষার্থীদের সাথে কোর্স কো-অর্ডিনেটর ১ জন, ১ জন প্রশিক্ষক ২ জন, সহায়ক কর্মচারি ২ জনকে অন্তর্ভুক্ত করে ৩০ এর স্থলে ৩৫ করা হয়েছে।