শিক্ষকদের হুমকি রাজপথে নেমে

বিভাগীয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠান পরিবর্তন ও বদলি ব্যবস্থা চালুর দাবিতে হঠাৎ রাজপথে নেমেছে এমপিওভুক্ত শিক্ষকরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

শিক্ষকদের অভিযোগ, বাড়ি ভাড়া বাবদ পাওয়া ১ হাজার টাকায় নিজ জেলার বাইরে বাড়ি ভাড়া করে থাকা যায় না। তাই, বিভাগীয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠান পরিবর্তন ও বদলি ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তারা।

তাদের দাবি, বদলি চালু হলে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি কমবে। দাবি আদায় না হলে এনটিআরসিএ অফিস ঘেরাও করার হুমকিও দেন তারা।