প্রাথমিক শিক্ষা পাঠ“ঘরে বসে শিখি” সম্প্রচারের সময়সুচি পরিবর্তন প্রসঙ্গে

বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে  উল্লেখিত প্রাথমিক শিক্ষা পাঠ“ঘরে বসে শিখি ” সম্প্রচারের সময়সুচি পরিবর্তন করা হয়েছে।

আসন্ন শীতকাল উপলক্ষ্যে বাংলাদেশ বেতারের মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে প্রাথমিক শিক্ষা পাঠ "ঘরে বসে শিখি" সম্পচারের সময়সুচি পরিবর্তন​ করেছে ডিপিই। এমতাবস্তায় বাংলাদেশ বেতার ও সকল কমিউনিটি রেডিওর মাধমে প্রাথমিক শিক্ষার পাঠ আগামী ১৮ অক্টোবর /২০২০  রবিবার থেকে প্রতিদিন বিকাল ৩.০৫  থেকে ৩.৫৫ টা পযর্ন্ত সম্প্রচার  করা হবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা আছে। আরো নির্দেশনা যে বিষয়টি সকল কর্মকর্তা , শিক্ষক এবং অভিভাবকদের অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে।