ভর্তির সময় বাড়ল ডিপিএড কোর্সে
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি ‘নেপ’ ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সের ভর্তির সময় বাড়িয়ে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এ সংক্রান্ত এক আদেশ জারি করেছেন।
আদেশে আরো বলা হয় , ‘ডেপুটেশন পাওয়া শিক্ষককে আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে ফরম পূরণ করে ভর্তি হতে হবে। এরপর আর ভর্তির ফরম অনলাইনে দৃশ্যমান হবে না।’
ডিপিএড কোর্সে ভর্তির জন্য মনোনয়ন পাওয়া প্রত্যেক শিক্ষক নিজ নিজ নির্ধারিত ক্যাচমেন্ট এরিয়ার পিটিআইয়ে (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) নেপের ওয়েবসাইট (www.nape.gov.bd) এর মাধ্যমে অনলাইনে ভর্তি হবেন। এ ক্ষেত্রে ভর্তি হওয়া শিক্ষককে ক্লাস শুরুর আগে পিটিআইতে যাওয়ার প্রয়োজন নেই।’
‘ভর্তি হওয়া ডিপিএড প্রশিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে। অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর আগ পর্যন্ত প্রশিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে কর্মরত থাকবেন।’