প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশত, দুই কিলোমিটারের মধ্যে বিদ্যালয় না থাকলে
প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই এমন এলাকায় নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে । ।আজ ‘সংসদ ভবনে’ কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সবাপতিত্বে এই সুপারিশ করা হয়।’
সভায় প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবিক্ষন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ‘বাসুগ্রামের আশেপাশে ৬.৫ কিলোমিটারের মধ্যে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় অগ্রাধিকার ভিত্তিতে পরবর্তি ‘এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মান প্রকল্প ‘ অন্তর্ভুক্তি ও যেসব এলাকায় সর্বনিন্ম দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়।’
এছাড়াও ঢাকা মহানগরী ও পুর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও দৃষ্টিনন্দনকরন প্রকল্পে ৩৬৫ টি স্কুলের মধ্যে প্রাথমিক ভাবে ১৬৫ টি বিদ্যালয়ের নকশা উপস্থাপন করা হয়, এবং মহাপরিচালকের অফিস দৃষ্টিনন্দনের সুপারিশ করা হয়। সভায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব, ‘বিভিন্ন দপ্তরের প্রধান সহ সংসদ সচিবালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’