১৩তম গ্রেডে বেতন নির্ধারণ জটিলতায় হেল্প ডেস্ক চালু: ডিপিই

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম (গ্রেড-১) স্বাক্ষরিত আদেশে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের উন্নীত ১৩ তম গ্রেডে বেতন নির্ধারণে সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

১৭ মে তারিখের এ সংক্রান্ত পত্র দেশের সকল বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, ১৩ তম গ্রেডে বেতন নির্ধারণ বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থানে জটিলতা, অসংগতি, অভিযোগ ও বাজেট ঘাটতি দেখা দিয়েছে। এসকল সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের বিভাগওয়ারী দায়িত্ব দেয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে অর্থ ও রাজস্ব শাখার উপ-পরিচালক নবুওয়াত হোসেন সরকারকে সিলেট বিভাগে, অর্থ ও উন্নয়ন শাখার উপ-পরিচালক এইচ এম আবুল বাশারকে চট্টগ্রাম বিভাগে, অর্থ ও রাজস্ব শাখার সহকারী পরিচালক মো. নুরুল ইসলামকে ঢাকা বিভাগে, অর্থ বিভাগের শিক্ষা অফিসার তাপস কুমার সরকারকে খুলনা বিভাগে, অর্থ ও রাজস্ব শাখার গবেষণা কর্মকর্তা শাহানা আহমেদকে ময়মনসিংহ বিভাগে, একই শাখার প্রকিউরমেন্ট অফিসার আ ফ ম জাহিদ ইকবালকে বরিশাল বিভাগে, অর্খ শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা মনোহর চন্দ্র সরকারকে রংপুর বিভাগে এবং অর্থ শাখার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মৃত্যুঞ্জয় সরকারকে রাজশাহী বিভাগে দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইটি বেজড ফিন্যান্সিয়াল পরামর্শক কায়েস বিন হাবিব উক্ত হেল্প টিমকে যাবতীয় টেকনিক্যাল হেল্প করবেন। কোন সমাধান না পাওয়া গেলে অধিদপ্তরের পরিচালক (অর্থ) এর সাথে যোগাযোগের জন্যেআদেশে বলা হয়েছে।