প্রাথমিকে বেতন ও নিয়োগ নিয়ে যে তথ্য দিল : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

আজ রবিবার ( ১৯ সেপ্টেম্বর ) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক থেকে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন করা হবে।এছাড়া জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক এখনও বেতন পাননি দ্রুত তাদের বেতন প্রাপ্তি নিশ্চিত করার জন্য তাগিদ দেওয়া হয়।

মহামারি করোনার কারনে দীর্ঘ দেড় বছর বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠান। যার ফলে নিয়োগ প্রক্রিয়ার কাজও এগোয়নি। তবে গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকে শূন্য পদে নিয়োগের জোর দাবি উঠে। অবশেষে এ নিয়ে নিয়ে সুখবর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরো বলছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শূন্য পদের বিপরীতে এবং ছাত্র সংখ্যার অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকসহ অন্যান্য সহায়ক জনবলের বিপরীতে পদ সৃজন ও নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদপ্তরের এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।