শিক্ষানীতির সুপারিশ ডিপ ফ্রিজে ,প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণিই থাকছে

প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার জন্য শিক্ষানীতি কমিশনের সুপারিশ আগামী কয়েক বছরেও বাস্তবায়ন হচ্ছেনা। শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ে ব্যাপক পরিবরর্তন আসন্ন কিন্তু এর কোথাও প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার সিদ্ধান্ত বা উদ্যোগ নেই। 

তবে, সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম শ্রেণি পর্যন্ত করার সিদ্ধান্ত থেকে সরেও আসেনি। বিষয়টি এখনো ঝুলে আছে। এর মধ্যেই প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি রেখেই শিক্ষাক্রম পরিবর্তন করছে সরকার। যদি এই স্তর অষ্টম শ্রেণি করা হতো, শিক্ষাক্রমের পরিবর্তনও সেভাবে ধারাবাহিকতা রেখে করা হতো। কিন্তু সেটা আর হচ্ছে না।

জানা যায়, সর্বশেষ ২০১০ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগ সরকারের করা জাতীয় শিক্ষানীতিও। ওই নীতি অনুযায়ী, ২০১৮ খ্রিষ্টাব্দের মধ্যে প্রাথমিক শিক্ষা পঞ্চম থেকে বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত করার কথা ছিল। এর প্রক্রিয়াও শুরু হয়েছিল। পরীক্ষামূলকভাবে প্রায় ৬০০ প্রাথমিক বিদ্যালয়ে (মোট প্রাথমিক বিদ্যালয় ৬৩ হাজারের বেশি) ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর ২০১৬ খ্রিষ্টাব্দে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথ সভা করে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার ঘোষণা দিয়েছিল। পরে এর ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে অষ্টম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা নেওয়ার প্রস্তাব করলে মন্ত্রিসভা তা নাকচ করে দেয়। এরপর আর বিষয়টি এগোয়নি।

শিক্ষাক্রম পরিবর্তনের সাথে যুক্ত পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা-সচিব মো. আকরাম-আল-হোসেন বলেছেন, পঞ্চম শ্রেণি ধরেই শিক্ষাক্রম পরিবর্তন করা হচ্ছে। পরে যখন সিদ্ধান্ত হবে, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।