দীপু মনি : পার্বত্য অঞ্চলের শিশুরা শিক্ষা বঞ্চিত হবে না

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পার্বত্য অঞ্চলের একটি শিশু ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। তার জন্য যা করণীয় সরকার তাই করছে।

বুধবার (২২ মে) বান্দরবান জেলার অরুণ সারকী টাউন হলে শিক্ষা মন্ত্রণালয়, এটুআই ও বান্দরবান জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শিক্ষার জন্য আলো ও সোলার পরিচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান জেলা পরিষদের চেয়াম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে বিশ্ববিদ্যালয় হয়েছে। রাঙ্গামাটিতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হয়েছে। বান্দরবানে নার্সিং কলেজ ও কারিগরি বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এ অঞ্চলের উন্নয়নে বিদ্যুত সমস্যা সমাধানে সরকার সোলার প্যানেল বিতরণ শুরু করেছে।

পার্বত্য জেলায় শিক্ষক সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, মামলার কারণে দীর্ঘদিন এনটিআরসির নিয়োগ বন্ধ ছিল। তবে খুব শিগগিরই এ সমস্যা কেটে যাবে।

সোহরাব হোসাইন বলেন, আমরা যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই পার্বত্য অঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হবে।

তিনি বলেন, খুব কম সময়ের মধ্যে বেসরকারি সব কলেজে শিক্ষক নিয়োগ দেয়া হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তিন পার্বত্য জেলার ২৬ শিক্ষা প্রতিষ্ঠানে সোলার পরিচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে চার হাজার সোলার প্যানেল ও লাইট প্রদান করেন।