চাকুরী স্থায়ী করত প্রাথমিক শিক্ষকদের যেসব তথ্য চেয়েছে ডিপিই

সরকারি প্রাথমিক বিদ্যালয়রে শিক্ষকসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণে নতুন করে তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। 

রবিবার (১ নভেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ পাঠানো হয়। বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও দেশের সকল প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডিন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, প্রায় লক্ষ্য করা যাচ্ছে মাঠ পর্যায়ের বিভিন্ন দফতর থেকে বিভিন্ন সময় কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য বিচ্ছিন্নভাবে অসম্পূর্ণ তথ্যসহ পত্র পাওয়া যায়। তাছাড়া বিচ্ছিন্নভাবে পাওয়া পত্রে এক একজন করে কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না।

এমতাবস্থায় মাঠ পর্যায়ের দফতরগুলোতে রাজস্ব খাতে নিয়োগ পাওয়া যে সকল কর্মচারীর চাকরির মেয়াদ দুই বছর অতিক্রান্ত হওয়ার পর এখনও চাকরি স্থায়ীকরণ করা হয়নি তাদের চাকরি স্থায়ী করণের জন্য তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো।