সব পাবলিক পরীক্ষায় পরিবর্তন আসছে

পিইসি থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত সব পাবলিক পরীক্ষা খুবই অল্প সময়ে শেষ করার সিদ্ধান্ত চূড়ান্ত করছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠক্রম আসছে। শিক্ষার্থীদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না, এমন নিয়মও করা হচ্ছে।

জেএসসি পরীক্ষা শেষ হতে ১৫দিন সময় লাগে। আগামী বছর থেকে সময় কমিয়ে ১৫ দিনে, ৩০ দিনের এসএসসি পরীক্ষা ১০ দিনে আর ৪৫ দিনের এইচএসসি পরীক্ষার সময় কমিয়ে ২৮ দিনে শেষ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিষয়টি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক বলেই মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম।

আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসেও পরিবর্তন আসছে। তবে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না। ক্লাস পারফরম্যান্সসহ বিভিন্ন দিকের বার্ষিক মূল্যায়ন করে কিছু বিষয়ে নম্বর দেয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক মু. জিয়াউল হক।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠক্রমসহ বিভিন্ন ধরনের পরিবর্তন কার্যকর করা হচ্ছে।