বেতন-বোনাস পাবেন শিক্ষকরা রোববারের মধ্যে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্কুল কলেজ মাদরাসার চলতি মাসের এমপিও যথাসময়ে ছাড় দেয়া হয়েছে। কিন্তু ব্যাংকের পদ্ধতিগত কারণে এখনও কেউ কেউ এমপিও (বেতন-ভাতা) ও ঈদ বোনাস তুলতে পারেননি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে মাদরাসা শিক্ষকদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে। এ জন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, সৃষ্ট সমস্যা সমাধানে আজকেই নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি, ভুক্তভোগী শিক্ষকরা আগামী রোববারের মধ্যে বেতন ও বোনাস দুটি উত্তোলন করতে পারবেন। কেউ বেতন-বোনাস তুলতে না পারলে বা সমস্যায় পড়লে তারা যেন শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন।

বুধবার শিক্ষা ও আওয়ামী লীগ বিটের সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী। ঢাকা ক্লাবে স্যামসাং এইচ চৌধুরী সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, সাংবাদিক এবং রাজনীতিবিদের লক্ষ্য একই। সেটি হচ্ছে দেশ ও মানুষের সেবা করা। জাতীয় স্বার্থে তথ্য দিয়ে আমাকে সহায়তা করুন। জেনে শুনে কোন ভুল করব না।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগ আছে। এ দুই বিভাগের দফতর ভিন্ন দুটি ভবনে অবস্থিত। শিক্ষার আরও কিছু অফিস ও দফতর বিভিন্ন স্থানে অবস্থিত। এগুলো একই ক্যাম্পাসে থাকলে ভালো হয়। সেগুলো একই ক্যাম্পাসে করা যায় কিনা চিন্তা করা হবে। বিশেষ করে দুই বিভাগ একই ভবনে রাখতে পারলে ভালো হয়। অর্থ মন্ত্রণালয়ের ভবন চালু হলে ৬ নম্বর ভবনে জায়গা হবে। তখন শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ একই ভবনে রাখার চেষ্টা করা হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএফইউজের সভাপতি মোল্লা জালালউদ্দিন, মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)-এর সহ সভাপতি মুসতাক আহমদ ও নিজামুল হক, সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ প্রমুখ।