ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ১১তম গ্রেডের দাবিতে

বেতন বৈষম্য নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণের দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণ দিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মহাজোটের সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা আসে।

সংবাদ সম্মেলনে মহাজোটের নেতৃবৃন্দ আগামী ২৪ অক্টোবরের মধ্যে সরকারকে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে ১১তম গ্রেড বাস্তবায়ন করার আহ্বান জানান। তা নাহলে ২৫ অক্টোবরের মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুশিয়ারি দেয়া হয়। তাছাড়া একই দাবিতে আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় সকল বিভাগে বিভাগীয় সমাবেশ করার ঘোষণাও দেয়া হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আক্তার, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সিনিয়র সহ-সভাপতি মো. জাহিরুল ইসলাম জাফর প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে দীর্ঘ পাঁচ বছর বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছে এর ধারাবাহিকতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় প্রেরণ করেন যা সহকারী শিক্ষকদের জন্য কাম্য নয়।

প্রসঙ্গত, সম্প্রতি অর্থ মন্ত্রণালয় ১২তম গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই মর্মে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। সহকারী শিক্ষকদের দাবি অগ্রাহ্য করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে ১২তম গ্রেডের প্রস্তাব পাঠিয়েছিল সে প্রস্তাব প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব পুনরায় প্রেরণের জন্য জোর দাবি জানানো হয়।